আজ বিকেল ঠিক চারটায় পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। লক্ষ্মী ভান্ডারের মাসিক বেতন কত হয় সেটাই দেখার, তবে এই বাজেটে কল্পতরু বিভিন্ন প্রকল্পের সুসংবাদ থাকছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
লক্ষ্মী ভান্ডারের মাসিক বেতন কত?
পশ্চিমবঙ্গ রাজ্যে যতগুলো প্রকল্প চালু রয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন অন্য কোন রাজ্যে এত প্রকল্প চালু নেই। এই রাজ্যে বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হলো লক্ষীর ভান্ডার প্রকল্প। এর অধীনে রাজ্যের মহিলারা ২৫ বছর হলেই এই প্রকল্পের সুবিধা পেতে থাকেন এবং যা মিলে ৬০ বছর পর্যন্ত। বর্তমানে লক্ষ্মী ভান্ডারের মাসিক বেতন সাধারণ শ্রেণীর মহিলাদের ১০০০ টাকা ও তপশিলি জাতী ও উপজাতি শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে প্রদান করা হয়।
তবে এবারের বাজেটে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে বলে মত বিশেষজ্ঞদের। বাজেট এর আগে লক্ষ্মী ভান্ডারের মাসিক বেতন কত জানতে চায় ঘরের মা-বোনেরা। লক্ষী ভান্ডারের মাসিক বেতন হয়ে দাঁড়াবে ১৫০০ নাকি ২০০০ এমনটাই মনে করছে অনেকেই। কেউ বলছে ১৫০০ থেকে ২০০০ টাকা করা হবে । আবার অনেকেই মনে করছে ২৫০০ হাজার টাকা পর্যন্ত হতে পারে!
পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে বড় ধামাকা!
আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন রয়েছে সেই কথা চিন্তা করে এই বাজেটে নজর সাধারণ মানুষের দিকে। জানা যাচ্ছে বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে পাশাপাশি চাকরিজীবীদের জন্য রয়েছে একাধিক সুখবর।
আরো পড়ুন: মাত্র স্নাতক ও ১২ পাশে রেলে চাকরি আবদেন চলছে ,কিভাবে আবেদন করবেন ?
ডিএ এবং বেতন বৃদ্ধি সম্ভাবনা! (da news today west bengal)
পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট আর কিছুক্ষণের মধ্যেই পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী মনে করা হচ্ছে দীর্ঘদিনের দাবি মহার্ঘভাতা মানে দিয়ে বৃদ্ধি করা হোক এমনটাই চাইছে সরকারি চাকরিজীবীরা। তবে এবারে ডিএ (dearness allowance) চার শতাংশ বৃদ্ধি করা হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।
লক্ষীর ভান্ডার ও আবাস যোজনা কি সুখবর থাকবে?
পশ্চিমবঙ্গে সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডারের যেমনই প্রভাব রয়েছে । ঠিক তেমনি রয়েছে আবাস যোজনা (bangla awas yojana) প্রকল্পেরও। গত বছরের ডিসেম্বর মাসেই রাজ্যের উদ্যোগে প্রায় ১২ লক্ষ উপভোক্তা কে আবাস যোজনা প্রকল্পের টাকা দেয়া হয়েছে । বাকি আরো ১৬ লক্ষ উপভোক্তা কে এই আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রথমে ৮ লক্ষ তার পরের ধাপে ৮ লক্ষ্য। মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক সভা থেকে জানান আমরা রাজ্য বাজেটেও আবাস যোজনা নিয়ে কিছু রাখবো। সেই কথা অনুসারে এই বাজেটেও আবাস যোজনা নিয়ে বিশাল সুখবর থাকতে পারে।
আজ অর্থাৎ 12 ই ফেব্রুয়ারি যেহেতু রাজ্য বাজেট পেশ হবে । এর পরেই জানা যাবে লক্ষ্মী ভান্ডারের মাসিক বেতন কত হবে? ইতিমধ্যেই সূত্র মারফত জানা যাচ্ছে- ১৫০০ টাকা মাসিক বেতন ও ২০০০ হাজার টাকা মাসিক বেতন করা হতে পারে। তবে এই টাকা বৃদ্ধি হলে মার্চ মাস থেকে নাও মিলতে পারে। যেটা জানা যাচ্ছে এই টাকা বিধানসভা ভোটের পরেই পেতে পারেন ঘরের লক্ষ্মীরা! যদিও এখন পর্যন্ত গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কোন বিজ্ঞপ্তিতে বলেনি।