বাচ্চাদের নতুন রেশন কার্ড চেক করুন এইভাবে ?

check new ration card : বাচ্চাদের নতুন রেশন কার্ড চেক করার উপায় কি ? অনলাইনে রেশন কার্ডের আবেদন করার পর কিভাবে দেখবেন সেই রেশন কার্ডটি হয়েছে কিনা? দেখুন বিস্তারিত প্রতিবেদনে।

WhatsApp গ্রুপ Join Now
Telegram Channel Join Now

রেশন কার্ড প্রত্যেকের জন্য প্রয়োজন, কেননা বর্তমান রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিলে প্রতি কার্ড পিছু ৩ কেজি চাল ও আটা প্রায় ১ কেজি দিয়ে থাকে। যা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে। 

তবে রেশন কার্ড বর্তমান নেই এমন ফ্যামিলি নেই। রেশন কার্ড শুধু মাত্র পরিচয় পত্রই নয়, এই কার্ডের মাধ্যমে নির্ভর করে রেশনে পাওয়া সেই খাদ্য যা সামান্য রুজি টুকুও হলেও হয়। আবার অনেকের কয়েকদিন পর্যন্ত চলে যায়। তাই রেশন কার্ড ভারতীয় প্রত্যেক নাগরিকের প্রয়োজন। আগের সময় বাচ্চাদের রেশন কার্ড করানো যেত না। এখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই বাচ্চার জন্ম সার্টিফিকেট (Birth Certificate ) হলেই রেশন কার্ডের জন্য আবেদন করা যায়। 

আবেদন করার কিছুদিনের মধ্যে বাচ্চার রেশন কার্ড হলো কিনা সেটি স্ট্যাটাস চেক করে দেখে নেওয়া যায় অনলাইনের মাধ্যমে (check new ration card)।

নিউ রেশন কার্ড অনলাইন আবেদন  check new ration card

রেশন কার্ড অনলাইনে কিভাবে আবেদন করবেন? এর জন্য প্রথমে যেতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের food.wb.gov.in 

  • এই অফিশিয়াল ওয়েবসাইটে এরপর। স্পেশাল সার্ভিস এর জায়গায় এসে এপ্লাই ফর নিউ রেশন কার্ড (Apply For New Ration Card) এই অপশন এ ক্লিক করতে হবে এরপর ফর নিউ এপ্লিকেন্ট (For new applicant) এখানে নতুন রেশন কার্ড আবেদনের জন্য এই ঘরে ক্লিক করতে হবে। ডানদিকে রয়েছে ফর এক্সিস্টিং এপ্লিকেন্ট (Existing Applicant) এই অপশনটি মূলত যে ফ্যামিলিতে রেশন কার্ড আছে সেই পরিবারে নতুন করে বাচ্চার রেশন কার্ড বানানোর জন্য এই ঘরে ক্লিক করতে হবে। 
  • এভাবে করেই সম্পূর্ণ form ফিলাপ করে বাচ্চার রেশন কার্ড বানানো যায়। এরপরে বাঁচার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য। 
  • পুনরায় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর special সার্ভিসের এখানে এসে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন (Check Status of ration card) এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আগে শুধুমাত্র রেশন কার্ড নাম্বার ভেরি অ্যাপ্লিকেশন নাম্বার অথবা মোবাইল নাম্বার দিয়ে status চেক করা যেত। ২০২৫ সালের নতুন আপডেট হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এর। সেই অনুযায়ী এখন রেশন কার্ডের স্টেটাস দেখতে আধার কার্ডের নম্বর অথবা মোবাইল নাম্বার দিয়েও স্ট্যাটাস চেক করা যাবে। সিলেক্ট করতে হবে আধার নাম্বার বা মোবাইল নাম্বার তারপর সেই নম্বর বসিয়ে দিয়ে সার্চঅপশনে ক্লিক করতে হবে। 
  • এরপরে সেই নির্দিষ্ট মোবাইলে একটি ওটিপি (OTP) যাবে ওটিপি ভেরিফিকেশন করলে দেখা যাবে স্ট্যাটাস। 

Check new ration card Without otp বাচ্চাদের নতুন রেশন কার্ড চেক স্ট্যাটাস চেক।

check new ration card এর জন্য আগের মতোই অফিশিয়াল ওয়েবসাইট থেকে স্পেশাল সার্ভিসে জায়গায় এসে রেশন কার্ড স্ট্যাটাস চেক এই অপশনে ক্লিক করলে। নিচের দিকে লেখা থাকবে যদি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার না পেয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করুন। ওই বিলীন হওয়া নীল কালারের ক্লিক হেয়ার/Click here অপশনটিতে ক্লিক করতে হবে।। 

এরপর কত নম্বর ফর্ম ফিলাপ করেছিলেন online সেই ফর্মের নম্বর সিলেক্ট করতে হবে। বাচ্চার রেশন কার্ড স্টেটাস চেক করার জন্য ফর্ম ৪ সিলেক্ট করতে হবে। এরপর এপ্লিকেশন নাম্বার জানা না থাকলে নিচে দশ সংখ্যার মোবাইল নাম্বার বসানোর অপশন রয়েছে। 

আবেদন করার সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বার এখানে বসাতে হবে নিচে ক্যাপচা রয়েছে ক্যাপচা ফিল করে সার্চ অপশনে ক্লিক করতে হবে। 

এরপর আবেদন স্থিতি দেখা যাবে প্রথমে ফরম এন্ট্রির তারিখ তারপর ভেরিফিকেশন এর তারিখ গুলি দেওয়া থাকবে। যদি ফাইনাল সাবমিট হয়ে যায় এবং কার্ড ইস্যু হয় তাহলে কার্ড ডাউনলোড করার অপশন দেখাবে। 

New Ration card download 

শিশু বাচ্চার নতুন রেশন কার্ড হয়ে গেলে সেই কার্ডটি অনলাইন থেকেও ডাউনলোড করা যাবে সেই অপশন থেকে।

check new ration card for child এখানে হাত দিন

আরো খবর পড়ুন হোম থেকে এখানে হাত দিন

About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

Leave a Comment