বাংলা শস্য বীমা | ফসলের ক্ষতিপূরণ দেবে মমতাই এই খবর জানাল | Bangla Shasya Bima form fill up

Published By
Satez News
On
বাংলা শস্য বীমা | ফসলের ক্ষতিপূরণ দেবে মমতাই এই খবর জানাল | Bangla Shasya Bima form fill up

বাংলা শস্য বীমা Bangla Shasya Bima: বৃহস্পতিবার গভীর রাতে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়েছে ওমানের ধামরায়। সেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার গতিবেগ ছিল ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়। ফলে এর প্রভাব পড়েছে অনেক জায়গায়। সরাসরি এই পশ্চিমবঙ্গ রাজ্যে এর প্রভাব না পরলেও ঝড় বৃষ্টির ফলে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিল এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদের জানিয়ে দিয়েছিলেন কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাংলা শস্য বীমায় দেওয়া হবে।

WhatsApp গ্রুপ Join Now
Telegram Channel Join Now

ঘূর্ণিঝড় ডানা ফলে ফসলের ক্ষয়ক্ষতি বিভিন্ন জেলা কৃষকদের

ঘূর্ণিঝড় ডানার প্রকোপ সরাসরি এ রাজ্যে না পড়লেও ঝড়ের ফলে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে । জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি থেকে শস্য হানির খবর মিলেছে ইতিমধ্যেই। এই তিন জেলা মিলিয়ে প্রায় ২৫০০০ হেক্টর জমির ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়েছে বলে প্রাথমিক রিপোর্ট জানিয়েছে কৃষি দপ্তর। এই তিন জেলার মধ্যে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই কুড়ি হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে খবর। তারা বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলায় কুড়ি হাজার হেক্টর জমি প্রায় জলমগ্ন হয়ে পড়েছে এর মধ্যে ১৭ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছিল । অনেক জায়গায় সেই ধান গাছগুলো শুয়ে গেছে। যে সমস্ত জলমগ্ন ধান ক্ষেতে নুইয়ে যাওয়া ধান গাছ রয়েছে । সেই সমস্ত ধান গাছ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও রাজ্য কৃষি দপ্তর সূত্রে খবর, প্রায় তিন হাজার হেক্টর জমিতে থাকা ফুল, সবজি এবং পান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি প্রাথমিক রিপোর্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষি দপ্তরের পাঠানো হয়েছে। পাশাপাশি মাছ ধান দুটোতে ক্ষতির আশঙ্কা বেড়েছে। হুগলি জেলার প্রায় বারোশো (১২০০) হেক্টর সবজি জমির সাথে ধানের বীজ তোলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন: আজ থেকে শুরু বাংলা আবাস যোজনা ঘরের সমীক্ষা , মুচলেকা ফর্ম জমা করতে হবে ? Bangla Awas Yojana New List 2024

হাওড়া জেলাতে গ্রামীন এলাকায় চাষবাসের প্রভুত ক্ষয়ক্ষতি হয়েছে। সামনে এই পুজোর মুখে বন্যার জলে চাষের জমি নষ্ট হয়েছিল, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ এর কারণে শীতকালীন সবজি চাষেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘূর্ণিঝড় ডানা এর প্রভাবে রাজ্যে অনেক জায়গায় চাষ শাকসবজি বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে দেউলিসহ বেশ কিছু জায়গায় ফুল চাষের জন্য বিখ্যাত এলাকা গুলিতেও জল জমে ফসল পোঁছে গেছে। এছাড়াও ঐ সমস্ত জায়গাগুলিতে ধান গাছ নুয়ে পড়াতে ধানের প্রবল ক্ষতি হবে বলে সেখানকার অনেক কৃষকেই আশঙ্কা প্রকাশ করেছেন। কৃষকদের দাবি যে ধান গাছগুলো শুয়ে পড়েছে । তাতে এখনো পর্যন্ত ধান পরিপূর্ণ হয়নি, যার ফলে পুরো ফসল নষ্ট হবে। এখন আমাদের সরকার যদি সহায়তা করে তাহলে কিছুটা সাশ্রয় মিলবে।

আরো পড়ুন: এই মাসেই কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে ২০২৪, krishak bandhu taka kobe dibe Big news

অন্যদিকে উদয়নারায়ণপুরে আলু বিখ্যাত। কিন্তু বর্ষা শেষ হলেও এই প্রবল বৃষ্টির কারণে চাষযোগ্য জমিগুলোতে লাগানো যাচ্ছে না আলু। এক কথায় ডানার দাপট দেখিয়েছে ঠিকই কিন্তু হাতে না মারলেও ভাতে ঠিকই মেরে দিয়েছে কৃষকদের।

বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণ দেবে মমতাই Bangla Shasya Bima

গতকাল শুক্রবার প্রেস মিটিংয়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যবাসীর জন্য বিশেষ করে ঝড় বৃষ্টির কারণে যে সমস্ত ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে, পাশাপাশি ফসলের নষ্ট হয়ে গিয়েছে সরজমিনে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ৪৮ ঘণ্টার মধ্যে প্রাথমিক পর্যায়ে সমীক্ষা করার জন্য। পাশাপাশি বাংলা শস্য বীমা , ফসলের ইন্সুরেন্স সময়সীমা বৃদ্ধি করে ৩১ নভেম্বর ২০২৪ পর্যন্ত করেছেন। এই সময়সীমার মধ্যে যে সমস্ত কৃষকরা ফসলের ক্ষতি পূরণ পাওয়ার জন্য আবেদন করবেন (BSB form fill up)। তাদের স্যাটেলাইট মাধ্যম নয় সরে জমিনে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা ফিল্ড ভিজিট করে দেখবেন তারপর তাদের ফসলের ক্ষতিপূরণ খুব তাড়াতাড়ি দেওয়ার আশ্বাস প্রকাশ করেন।

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

Leave a Comment