কথা ছিল পুজো পার্বণ পেরিয়ে গেলেই বাংলার আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। পুজো পার্বণ কেটে গিয়েছে, কথা মতই আগামী ২১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে আবাস সমীক্ষা। এদিন থেকেই রাজ্যজুড়ে শুরু হবে সমীক্ষার কাজ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গ্রাম থেকে গ্রাম পঞ্চায়েত, জেলা থেকে প্রতিটি জেলায় শুরু হবে এই সমীক্ষা। নির্বাচিত হবে আসল উপভোক্তার নাম এবং সেই হিসেবে তৈরি হবে ফাইনাল তালিকা। এই সমীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র দেখা হবে। সাথে দেখা হবে তিনি আবাস যোজনা ঘর পাওয়ার উপযুক্ত কিনা? এর জন্য দেখতে হবে বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ (Bangla Awas Yojana List 2024)
বহু অপেক্ষার পর সরকারি ঘর পাওয়ার আশা সফল হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। বছরের পর বছর অপেক্ষা করেও কেন্দ্রীয় আবাস যোজনা বাড়ি পায়নি অনেকেই, অনেকেই ভাঙাচোরা ঘরে দিন কাটাচ্ছেন, এই নিয়ে ঝাড় গ্রামের অতিরিক্ত জেলাশাসক “লক্ষণ পেরুমল আর” বলেন আগামী ২১ অক্টোবর সোমবার থেকে টানা ১০ দিন প্রাথমিক পর্যায়ের সমীক্ষা চলবে। তবে ফাইনাল সমীক্ষা বা শেষ সমীক্ষা হলে পরে আসল উপভোক্তাকে নির্বাচন করা যাবে। প্রাথমিক পর্যায়ের রিপোর্ট জেলা স্তরে পাঠানো হবে পরবর্তী পর্যায়ে জেলায় কতগুলি বাড়ি তৈরি হবে তারপর আমরা পাব।
সম্প্রতি ২০২২ সালের শেষের দিকে কেন্দ্র সরকার রাজ্যের কাছে আবাস সমীক্ষা করে নেয়। সংখ্যাটি প্রায় ১১ লাখেরও বেশি ছিল অনুমোদন দিয়েছিল কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরেই এই আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্র পাশাপাশি রাজ্যের ১০০ দিনের কাজের টাকাও বন্ধ করে দেয়। তার কুফল পড়ে নিচু তলার মানুষদের উপর, অনেকেই ঝুপড়ির মধ্যে থাকেন, অনেকেই ভাঙ্গাচোরা ঘরের মধ্যে থাকেন। আশায় বুক বেঁধে থাকে কবে সরকারি ঘর পাব। দীর্ঘদিনের অপেক্ষার অবসার এবার হতে চলেছে রাজ্যের উদ্যোগে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে জানিয়ে দিয়েছিল কেন্দ্র সরকারের টাকা দেয় কিনা অপেক্ষা করব? যদি টাকা না দেয় রাজ্যেই সেই টাকা দেবে কথামতো টাইমলাইন বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ের আর অপেক্ষা নেই সময় ঘনিয়ে আসছে আবাস যোজনা ঘরের টাকা দিবে ২০ ডিসেম্বর ২০২৪।
আবাস সমীক্ষায় এক ধাপ এগিয়ে বাংলা! বলা যায় কারচুপি যাতে না হয় যার কারণে এবার মোবাইল অ্যাপের মাধ্যমে যাচাই করন করা হবে। সূত্রের খবর,জানা যাচ্ছে সেই মোবাইল অ্যাপে ১১ খানা প্রশ্ন থাকবে যা (Bangla Awas Yojana Survey) উপভোক্তাকে উত্তর দিতে হবে, সেই অনুপাতে সেই ব্যক্তি ঘরের টাকা পাবে কিনা? সেটা নির্ধারণ হবে। আবাস যোজনার প্রাথমিক পর্যায়ে যে সমীক্ষা হবে এবং তিনটি সমীক্ষার পরে সেই রিপোর্ট জেলা প্রশাসনের হাতে পৌঁছাবে। তারপরে তৈরি হবে আবাস যোজনা প্রাপকদের নামের তালিকা (Awas Yojana name list 2024)। রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে (Awas Yojana 1st Installment) 1 লক্ষ কুড়ি হাজার টাকা প্রদান করবেন উপভোক্তাদের ব্যাংক একাউন্টে।
উপোক্তাদের অনেকেই জানাচ্ছেন বারবার সমীক্ষা (Housing Survey) হলেও মেলেনি আবাসের টাকা। এই নিয়ে এক গ্রাম পঞ্চায়েতের সমিতি তিনি জানান গতবছর সরকারি ভাবে যে তালিকা হয়েছিল সেটি ধরেই সমীক্ষা হবে এবার নতুন করে কোন তালিকা (Awas Yojana list) তৈরি হচ্ছে না অর্থাৎ এবার আর নতুন কোন আবাস তালিকা তৈরি হবে না। পূর্বে ২০২২ এর শেষের দিকে কেন্দ্রীয় সমীক্ষা বা আবাসের টাকা দেওয়ার জন্য যে সমীক্ষা করিয়ে নিয়েছিল কেন্দ্র সরকার। সেই সমীক্ষায় নামরত ব্যক্তিদের তালিকা ধরে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে, নতুন কোন তালিকা তৈরি হচ্ছেনা। আগামী সোমবার থেকে আগামী ৩০ অক্টোবর হবে এই প্রথম পর্যায়ে সমীক্ষা। এরপর ১৫ শতাংশ ভিডিও এবং জয়েন ভিডিও দ্বারা ফের হবে যাচাই করন। তারপরে আগামী নভেম্বর মাসের শেষ পর্যায়ে সমীক্ষা হওয়ার পর জেলা প্রশাসন থেকে বাড়ি তৈরির তালিকা করে দেওয়া হবে (Awas Yojana final list 2024)। এই তালিকায় হবে সর্বশেষ তালিকা, এই তালিকা অবশ্য গ্রাম পঞ্চায়েত মহকুমা শাসক এছাড়াও এসডিও অফিসগুলোতেও মিলবে, পাশাপাশি অনলাইন থেকেও আবাস যোজনা ফাইনাল তালিকা দেখতে পারবেন বলে জানা যায়। এরপর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসে (Awas Yojana 1st Installment) থেকে ব্যাংক একাউন্টে ষাট হাজার টাকা ক্রেডিট করবেন রাজ্য সরকার।
সূত্র মারফত জানা যাচ্ছে, আবাস যোজনার এই টাকা বরাদ্দ করার পর উপভোক্তাকে ঘরের জানালা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। (Bangla Awas Yojana 2nd Installment) তারপরে ৪০ হাজার টাকা দেওয়ার পূর্বে হবে জিও ট্যাগ। এরপরে মিলবে বাকি কুড়ি (Bangla Awas Yojana 3rd Installmet) হাজার টাকা।
আরো পড়ুন: বাংলা শস্য বীমা টাকা দিবে মমতাই জানাল
আবাস যোজনার নতুন সমীক্ষার পদক্ষেপ রাজ্যের
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা না দিলেও রাজ্য সরকারই সেই টাকা দেবে বলে আগেই ছিল কথা। জানা গিয়েছে কোন কারচুপি দুর্নীতির কোন যাতে ছোঁয়া না লাগে যার কারণে মোবাইল অ্যাপ থেকে এই সমীক্ষা হচ্ছে। সমীক্ষায় দেখা হবে দুটি ডকুমেন্ট তার মধ্যে উল্লেখযোগ্য-
- উপভোক্তার নিজের ব্যাঙ্ক একাউন্ট।
- এছাড়াও দেখা হবে আধার কার্ড।
ব্যাংক একাউন্ট আধার কার্ড সম্পূর্ণ মিল থাকলে উপভোক্তা ঘরের টাকা পাওয়ার উপযুক্ত হলে জিও ট্যাগ করা হবে। পরে আবাস যোজনার ফাইনাল তালিকায় নাম যাচাইয়ের জন্য উপযুক্ত বলে বিবেচিত হলে তাকে সিলেকশন করা হবে।
আবাস যোজনা ঘরের টাকা পাওয়ার উপযুক্ত যে তালিকা রাখা হয়েছে সেই তালিকায় এগারোটি শর্ত আছে যা পূর্বেই আলোচিত হয়েছিল: –
শর্তগুলি জানার জন্য এখানে ক্লিক করে জেনে নিন-
বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪ (Bangla Awas Yojana List 2024)
উপভোক্তারা ঘর পাবেন বাংলা আবাস যোজনা কিন্তু লিস্ট দেখা হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিষয়টা গুরুত্বপূর্ণ ২০২২ এর শেষে যে সমীক্ষা করেছিল কেন্দ্র। সেই সমীক্ষা তালিকা ধরে এবার এই রাজ্যের সমীক্ষা হবে। তাই প্রত্যেক উপভোক্তাকে দেখতে হবে এই তালিকায় তাদের নাম আছে কিনা।
- লিস্ট দেখার জন্য প্রথমেই এখানে https://rhreporting.nic ক্লিক করুন।
- এরপর রাজ্য সিলেক্ট করুন।
- এরপর জেলা নির্বাচন করুন।
- এরপর ব্লক সিলেক্ট করুন।
- এরপর গ্রাম পঞ্চায়েত নির্বাচন করুন।
- এরপর আর্থিক বর্ষ সিলেক্ট করুন ২০২২ – ২৩
- সবশেষে নির্বাচন করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ।
- এরপর উত্তর বা টাইপ ক্যাপচার জায়গায় উপরে যা ক্যাপচা যোগ বিয়োগ থাকবে সেই অনুযায়ী বসিয়ে জমা দিন বা Sumbit অপশনে ক্লিক করুন।
- এরপর পিডিএফ ডাউনলোড করুন দেখে নিন আপনার নাম আছে কিনা।