WB DA news: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে? যা খবর সামনে আসল!

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে? সেই দিকেই লক্ষ্য রেখেই এখন হা করে তাকিয়ে আছে রাজ্যের লক্ষ্য লক্ষ্য সরকারি কর্মচারী। কেন না ১৬ মে দেশের সর্বোচ্চ আদালত রায় দেন , রাজ্য সরকারকে DA এর ২৫% মিটিয়ে দিতে হবে ২৭ শে জুনের মধ্যে। এখন কথা হচ্ছে ২৭ তারিখ আস্তে র বেশি দেরি নাই। তাহলে কি এই দিনের মধ্যে কর্মচারীদের ডিএ মিলবে ?

WhatsApp গ্রুপ Join Now
Telegram Channel Join Now

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে? এর উত্তর কি?

বিভিন্ন শত্রু থেকে জানা যাচ্ছে ২৬ কিংবা ২৭ জুন বিজ্ঞপ্তি জারি হতে পারে যে ঠিক কত তারিখে বকে মহার্ঘ ভাতা মিলবে! যদিও এদিন সরকারি কর্মচারীদের ছুটি থাকবে তবে তা সত্বেও মহার্ঘ ভাতা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন।

সরকারি কর্মচারীদের মধ্যে এখনো জল্পনা চলছে সরকার আদৌ কি বিজ্ঞপ্তি জারি পড়বে নাকি আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে সেটাই দেখার।

আইন অনুযায়ী আগামী ২৭শে জুনের মধ্যে বকেয়ার দিয়ে বা মহার্ঘ ভাতা মেটাতে না পারলে আইন অবমাননার দায়ের অভিযুক্ত হতে পারে রাজ্য সরকার। এক্ষেত্রে অবশ্যই রাজ্য সরকারকে সতর্ক থাকতে হবে।

আজ পর্যন্ত যা খবর মিলছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সরকার এখনও পর্যন্ত আইনি পরামর্শের আওতাধীন রয়েছে, তারা পরামর্শ নিচ্ছে কি করা যাবে কিনা। এক্ষেত্রে সরকার আরো খানিকটা সময় নিতে পারে এমনও জল্পনা চলছে।

সংক্ষেপে: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কবে দেবে? বর্তমান এ পর্যন্ত ডিএ সংক্রান্ত যা খবর সেই অনুযায়ী জানা যাচ্ছে। সরকার আরো খানিকটা সময় নিতে পারে 27 শে জুন ২০২৫ এই সময় টাকা নাও আসতে পারে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার।

About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

Leave a Comment