আপনি কি জানেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি পাবেন কিনা? জেনে নিন এইভাবে।

কৃষক বন্ধু-র টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? মমতা জানিয়েছে কালকেই.. 

বাংলার ১০৯ লক্ষ্য কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

২৪-২৫ রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে। মোট ২ হাজার ৯৪৩ কোটি টাকা

দেওয়ার সূচনা করেছেন। ২২ নভেম্বর থেকে সেই টাকা কৃষকদের ব্যাঙ্কে ..

ঢুকতে শুরু করবে। তবে ! কৃষকদের ব্যাঙ্কে ..

এই টাকা পৌঁছানোর আগে বেশ কিছু নির্দেশ রয়েছে। .....যা কৃষকদের নজর দিতে হবে। ..কৃষকদের ব্যাঙ্কে ..

প্রথমত দেখতে হবে। কৃষক বন্ধু স্টেটাস Approved & Account Valid আছে কিনা ?

যদি সব ঠিক ঠাক থাকে, তাহলে টাকা পাওয়া সহজ। টাকা শীঘ্রই ব্যাঙ্ক এ ঢুকবে তবে। ..

তবে টাকা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ এই টাকা ঢুকতে কিছু দিন সময় লাগে 

আরো স্ট্রোরিস পড়তে ফলো করুন।