দুয়ারে সরকার কৃষক বন্ধু আবেদন | Krishak Bandhu Apply
দুয়ারে সরকার কৃষক বন্ধু আবেদন করার জন্য প্রথমে
দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে এরপর সেই ক্যাম্পে দেখতে হবে যে ,
দুয়ারে সরকার ক্যাম্পের কোথায় কৃষক বন্ধু ফর্ম দেওয়া হচ্ছে
কৃষক বন্ধু ফর্ম সগ্রহ করতে হবে , এরপর
কৃষকের নাম , ঠিকানা , জমির বিস্তারিত তথ্য ফর্মে ভালো করে বসাতে হবে -
এর পর প্রয়োজনীয় কাগজ যেমন - আধারকার্ড , ব্যাঙ্ক একাউন্ট , কৃষকের ছবি ,ভোটার কার্ড ,
এর পর সাথে সাথে সেই কৃষকের ছবি কৃষক বন্ধু পোর্টালে আপলোড করে আবেদন মঞ্জুর করা হবে।
এর পর যখন কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে, তখনই টাকা পেয়ে যাবেন।