Toto Licence: টোটোর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন এবার থেকে হবে বাধ্যতামূলক । সম্প্রতি যানজটের সমস্যা নতুন নয়, অনেকদিন ধরেই একাধিক দুর্ঘটনা ঘটেছে, তার মূল কারণ টোটোর অত্যাধিক ভিড় ও যানজট। কি পদক্ষেপ নিয়েছে পরিবহন দপ্তর জেনে নিন বিস্তারিত?
বর্তমান সময়ে টোটো পরিবহন সাধারণ মানুষের দৈনন্দিন যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর টোটো এখন একটি জনপ্রিয় এবং সহজলভ্য যানবাহন। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সেক্টরে শৃঙ্খলার অভাব এবং ট্রাফিক জটিলতার কারণে টোটোর দাপাদাপি একাধিক দুর্ঘটনা ঘটেছে বহুবার। এবার এই তিন চাকার টোটোকে (Toto Licence) নিয়ে করাকরি রাজ্য সরকারের (West Bengal Government)। এবার থেকে টোটো চালকদের সুনির্দিষ্ট একটি নীতি তৈরি করা হবে। এমন ধরণের পরিকল্পনা করছে রাজ্যের পরিবহন দপ্তর (West Bengal Transport Department)। আর এই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই।
কেন টোটো চালকদের লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক? (Toto Licence & Reg: Mandatory )
টোটো চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্দেশ্য হলো সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিশ্চিত করা অনেক এমন চালক প্রশিক্ষণ ছাড়াই টোটো চালান যা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তোলে। তাই লাইসেন্স পদ্ধতির মাধ্যমে চালকদের যাচাই-বাছাই করা সম্ভব হবে এবং সড়কে শুধুমাত্র দক্ষ ও যোগ্য চালকরা চলাচল করতে পারবেন।
আরো পড়ুন: এবার বার্ধক্য ভাতা সবাই পাবেন! লক্ষীর ভান্ডারে নতুন উদ্যোগ নবান্নের
টোটো চালকদের লাইসেন্স প্রাপ্তির পরীক্ষা (How to Get Toto Licence)
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন একটি সুনির্দিষ্ট নীতির মাধ্যমে চালকদের নিজস্ব স্বার্থ রক্ষা এবং সড়ক নিরাপত্তার জন্যই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিবহন দপ্তর থেকে আরও জানানো হয়েছে। এই নীতি কার্যকর করার আগে রাজ্যের সমস্ত পৌরসভা পুলিশ প্রশাসন ছাড়াও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে বৈঠক করা হবে। যাতে করে এই নীতিকে আরো ভালোভাবে কার্যকর করা যায়। এবং এই নীতিতে ঠিক করা হবে চালকদের প্রশিক্ষণ এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত পাশাপাশি কোন রুটে চলবে তার নির্দিষ্ট রুটও ঠিক হয়ে যাবে। ফলে টোটোর ভিড় কম হবে বলে আশা করা হচ্ছে।
কবে থেকে টোটো চালকের লাইসেন্স বাধ্যতামূলক ?
সম্প্রতি ব্যারাকপুরের এক অনুষ্ঠানে থেকে টোটো সংক্রান্ত নয়া নীতির কথা শোনা যায় পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর মুখে। জানা যায় টোটোর লাইসেন্স (Toto Licence) ও রেজিস্ট্রেশন এই নিয়মটি আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে কার্যকর করা হবে।
আরো পড়ুন: এবার থেকে রেশন কার্ড থাকলে মিলবে ১০০০ টাকা করে, কিভাবে পাবেন দেখুন
নিয়ম ভঙ্গের ফলে যা হবে?
রাজ্যের পরিবহন দপ্তর নিয়ম জারি করলেই লাইসেন্স ছাড়া টোটো চালালে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে জরিমানাও থাকতে পারে! পাশাপাশি যানবাহন আটক এবং চালকের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা করা হতে পারে!
এ নিয়ম চালু হলে কি কি সুবিধা?
টোটো চালকদের লাইসেন্স (Toto Licence) ব্যবস্থার মাধ্যমে টোটো পরিবহন ব্যবস্থায় আরো উন্নত সম্ভব হবে। এছাড়াও যাত্রীদের নিরাপত্তা নিশ্চয়তা দেবে এবং চালকদের পেশা দারিত্ব বাড়বে। পাশাপাশি সড়ক যানজট কমবে দুর্ঘটনাও কমবে।
টোটো চালকদের লাইসেন্স (Toto Licence) এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করলে শুধুমাত্র যানজট নিরাপত্তাই নয়, চালকদের উন্নত দক্ষতা বাড়বে এবং সাধারণ মানুষের আরামদায়ক যাত্রার নিরাপদ করে তুলবে।