SBI Clerk Recruitment 2025 Bangla: এসবিআই ক্লার্ক ১৩,৭৩৫ টি শূন্য পদে নিয়োগ শুরু

Published By
Satez News
On
SBI Clerk Recruitment 2025

SBI clerk Recruitment 2025 in Bangla : এসবিআই ক্লার্ক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা কম্পিটিটিভ এক্সাম দিতে প্রস্তুত রয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর । বৃহত্তম রাষ্ট্র ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI recruitment 2025) তরফ থেকে ১৩০০০ এরও বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসবিআই ক্লার্ক নিয়োগ 2025 এর বয়স, যোগ্যতা, শূন্যপদ, আবেদন, পদ্ধতি বিস্তারিত দেখে নিন-

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

SBI Clerk Recruitment 2025 Eligibility Criteria

শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)

SBI Clerk recruitment 2025: এএসবিআই ক্লার্ক পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। ফাইনাল সেমিস্টারের ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন, তবে তাদের স্নাতক ডিগ্রি অবশ্যই ৩১ ডিসেম্বর ২০২৪-এর মধ্যে সম্পন্ন হতে হবে।

বয়স ( SBI Clerk age limit)

এসবিআই ক্লার্ক পদের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য নূন্যতম বয়স 20 বছর এর উপর এবং 28 বছরের নিচে হতে হবে। অর্থাৎ প্রার্থীর বয়স গণনা করা হবে ০১/০৪/২০২৪ অনুসারে। এক্ষেত্রে উভয় দিনেই গণনার মধ্যে পড়বে।

SBI Clerk Recruitment 2025
SBI Clerk age limit

এসবিআই ক্লার্ক বেতন (SBI Clerk Salary)

এসবিআই ক্লার্ক নিয়োগ ২০২৫-এ নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক বেতন হবে ২৬,৭৩০ টাকা। তবে মুম্বাইয়ের মতো বড় মেট্রোপলিটন শহরে নির্বাচিত প্রার্থীরা শুরুতেই ৪৬,০০০ টাকা বেতন পাবেন।

আরো পড়ুন: RRB Calendar 2025: রেলে নতুন নিয়োগ কোন মাসে কোন কোন চাকরির পরীক্ষা ২০২৫, ALP, NTPC, RRB Group D দেখে নিন

রাজ্যভিত্তিক শূন্য পদ: (SBI Clerk Vacancy 2025 state wise)

সার্কেল রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলনিয়মিত শূন্যপদব্যাকলগ শূন্যপদ
ক্যাটাগরি ওয়াইজএক্সএস
SC STOBC EWSGENমোটXS DXS টোটাল
আহমেদাবাদগুজরাট7516028910744210737890168
অমরাবতীঅন্ধ্রপ্রদেশ831352150000
বেঙ্গালুরুকর্ণাটক83135215011192203
ভোপালমধ্যপ্রদেশ1972631971315291317000
ছত্তিশগড়571542848196483000
ভুবনেশ্বরওড়িশা57794336147362000
চণ্ডীগড়/ নয়াদিল্লিহরিয়ানা5708230137306022
চণ্ডীগড়জম্মু ও কাশ্মীর ইউটি1115381463141000
হিমাচল প্রদেশ426341771170000
চণ্ডীগড় ইউটি50831632000
লাদাখ ইউটি23831632000
পাঞ্জাব165011956229569000
চেন্নাইতামিলনাড়ু6339033147336000
পুদুচেরি001034000
হায়দ্রাবাদতেলেঙ্গানা54239234139342000
জয়পুররাজস্থান7557৮৯44180445000
কলকাতাপশ্চিমবঙ্গ288622751255041254000
A&N দ্বীপপুঞ্জ051874070000
সিকিম2111352556000
লখনউ/নয়াদিল্লিউত্তরপ্রদেশ
$
397185101897801894066
মহারাষ্ট্র/
মুম্বাই মেট্রো
মহারাষ্ট্র
$
115104313115516116310419123
মহারাষ্ট্রগোয়া02321320000
নয়াদিল্লিদিল্লী51259234141343022
উত্তরাখণ্ড5694131179316055
উত্তর পূর্বঅরুণাচল প্রদেশ029063166639
আসাম21378331139311391958
মণিপুর118752455213
মেঘালয়0374836857310
মিজোরাম018241640101
নাগাল্যান্ড031073270415
ত্রিপুরা1120162765112
পাটনাবিহার177112991115131111000
ঝাড়খণ্ড811758167272676000
তিরুবনন্ত হাপুরমকেরালা4241154222342601212
লাক্ষাদ্বীপ000022000
মোট2118138530011361587013735353256609
SBI Clerk Recruitment 2025
SBI Clerk Recruitment 2025

পশ্চিমবঙ্গের শূন্য পদ: SBI Clerk vacancy in west bengal

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই ক্লার্ক পদের জন্য পুরো দেশ জুড়ে ১৩ হাজার ৭৩৫ টি শূন্য পদের নিয়োগ প্রকাশ করেছে। এরমধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের শূন্য পদের সংখ্যা ১২৫৪টি

SBI Clerk Recruitment 2025 Apply Online

এসবিআই ক্লার্ক পদের অনলাইন আবেদনের জন্য সরাসরি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

  1. এরপর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নাম্বার ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এরপর প্রয়োজনীয় নথি দিয়ে সম্পূর্ণ করতে হবে।
  3. এছাড়াও প্রয়োজনীয় নথি ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে।
  4. আবেদন ফি জমা দিতে হবে।
  5. SBI Clerk Apply link

আরো পড়ুন: টোটোর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, না জানলে মহাবিপদ!

আবেদন ফী : SBI Clerk Apply Fee

  • SC, ST, PwBD, XS এবং DXS বিভাগের প্রার্থীদের জন্য কোনো ফি প্রয়োজন নেই।
  • General/ OBC/ EWS Rs 750/- ফী প্রদান করতে হবে।
  • মনে রাখতে হবে জমা করা ফী কোনো ভাবেই ফেরত যোগ্য নয়।

SBI Clerk Apply Last Date

এসবিআই ক্লার্ক ২০২৪-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ৭ জানুয়ারি ২০২৫ তারিখে।

নিয়োগ পদ্ধতি (SBI Clerk recruitment process)

  1. অনলাইন পরীক্ষা: এতে দুটি ধাপ থাকবে – প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষা।
  2. প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় পাশ হলে নির্বাচিত প্রার্থীকে স্থানীয় ভাষা দক্ষতা পরীক্ষা দিতে হবে।
SBI Clerk Recruitment 2025 Bangla: এসবিআই ক্লার্ক ১৩,৭৩৫ টি শূন্য পদে নিয়োগ শুরু SBI Clerk

প্রথম ধাপ (প্রিলিমিনারি পরীক্ষা):
অনলাইন পদ্ধতিতে ১০০ নম্বরের একটি অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা ৩টি বিভাগের উপর ভিত্তি করে হবে এবং এর সময়সীমা ১ ঘণ্টা।

SBI Clerk Recruitment 2025
SBI Clerk Recruitment 2025

নীচে পরীক্ষার প্রাথমিক ধাপের বিবরণ টেবিল আকারে দেওয়া হলো:-

পরীক্ষার নামপরীক্ষার মাধ্যমপ্রশ্নের সংখ্যাসর্বোচ্চ নম্বরসময়সীমা
ইংরেজি ভাষাইংরেজি৩০৩০২০ মিনিট
সংখ্যাগত দক্ষতা*৩৫৩৫২০ মিনিট
যুক্তি দক্ষতা*৩৫৩৫২০ মিনিট
মোট*১০০১০০১ ঘণ্টা

বিঃদ্রঃ * চিহ্নিত বিষয়গুলির মাধ্যমে পরীক্ষা পরিচালিত হবে।

পরীক্ষার কেন্দ্র : SBI Clerk 2025 Exam Centres

SBI Clerk Recruitment 2025: এসবিআই ক্লার্ক পরীক্ষার কেন্দ্রের তালিকা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। প্রতিটি রাজ্যের বিভিন্ন শহরের বিস্তারিত তালিকা সেখানে পাওয়া যাবে। প্রার্থীদের সেই তালিকা থেকে পছন্দের শহর নির্বাচন করতে হবে। ফর্ম পূরণের সময় সতর্ক থাকতে হবে, কারণ পরে এটি পরিবর্তন করা সম্ভব নয়।

এসবিআই ক্লার্ক ২০২৫ পরীক্ষার প্রবেশপত্র বা এডমিট কার্ড: SBI Clerk 2025 Admit Card

এসবিআই ক্লার্ক ২০২৫ এডমিট কার্ড পরীক্ষার ঠিক ৭ থেকে ১০ দিন আগে কমিশন দ্বারা SBI ক্লার্ক প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইটে (Sbi) জারি করা হবে। এসবিআই ক্লার্ক এডমিট কার্ড ২০২৫ এর যে কোন আপডেটের জন্য প্রার্থীদের প্রতিনিয়ত অফিশিয়াল ওয়েবসাইটে চেক করতে হবে। প্রার্থীরা ওয়েবসাইটে লগইন করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

SBI Recruitment 2024 Notification PDF

Notice Download

SBI Clerk Apply link

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

Leave a Comment