দারুন সুখবর জানাল কেন্দ্র সরকার, রেশন কার্ড থাকলে মিলবে ১০০০ টাকা (ration will be rs 1000) সাথে ফ্রি রেশন। তাই রেশন কার্ডধারীদের জন্য অত্যন্ত সুখবর এক হাজার টাকা করে কারা পাবেন? কি করলে রেশন কার্ডধারীদের 1000 হাজার টাকা দেওয়া হবে?
রেশন কার্ড নতুন স্কিম মিলবে ১০০০ টাকা : Raion Card new Scheme
করোনা মহামারী থেকেই রেশন ব্যবস্থা করে দিয়েছে ফ্রি। আর এই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু পরিবার। যে সমস্ত পরিবারগুলি এই রেশন নিয়ে থাকেন। তাদের এই রেশন দিয়েই সংসারের হাল ধরে অনেকটাই। তাই ভারত সরকার (Central Government) ভারতের দরিদ্র পরিবারগুলির জন্য চিন্তাভাবনা করে নিয়ে আসতেছে নতুন একটি প্রকল্প (Raion Card new Scheme)। শোনা যাচ্ছে রেশন কার্ড থাকলে এই প্রকল্পের অধীনে রেশন সামগ্রীর পাশাপাশি গ্রাহকদের ১০০০ হাজার টাকা করে দেওয়া হবে।
রেশন কার্ড থাকলে মিলবে ১০০০ টাকা (ration will be rs 1000)
কেন্দ্র সরকার তরফে বিশেষ শ্রেণীর বেশ কিছু রেশন কার্ড ধারীদেরকে এক হাজার টাকা করে তাদের ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই টাকা পেতে হলে রেশন কার্ড ধারীদের ইকওয়াইসি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। ইকওয়াইসি করা থাকলে সেই সমস্ত রেশন কার্ডধারীদের ১ হাজার টাকা করে দেওয়া হবে।
আরো পড়ুন: খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2024 দেখেনিন বিস্তারিত : FCI Recruitment 2024-25
কোন্ রেশন কার্ড থাকলে এক হাজার টাকা দিবে ?
বর্তমানে রেশন কার্ড ধারীদের যারা নিয়মিত রেশন নিচ্ছেন তাদের ই-কেওয়াইসি (Ekyc) করা আছে। আর ই-কেওয়াইসি (Ekyc) না থাকলে রেশন দেওয়া হয় না। সুতরাং ইকোয়াইসি যাদের করা রয়েছে উভয়েই এই 1000 টাকা পাবেন বলে মনে করা হচ্ছে। যদিও উল্লেখ নেই কোন্ রেশন কার্ডে এই টাকা দেওয়া হবে!
এক হাজার টাকা করে কবে দিবে রেশন কার্ডধারীদের?
কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন স্কিমটি নতুন সাল ২০২৫ এর শুরুর মাস জানুয়ারি থেকেই শুরু করা হবে! তখনি মিলবে এই টাকা।
রেশন কার্ডে এক হাজার টাকা করে কিভাবে পাবেন? how to get ration will be rs 1000
যেহেতু ২০২৫ সালের জানুয়ারিতে এই সুবিধা শুরু হবে। আর তখনি এই প্রকল্পের সুবিধা কিভাবে দেওয়া হবে সেই নিয়ে গাইডলাইন আসতে পারে? তখনই ব্যাংক অ্যাকাউন্টসহ বিস্তারিত বিবরণ নেওয়া হতে পারে!