নববর্ষের আগেই লক্ষীর ভান্ডারে নতুন উদ্যোগ নবান্নের! Lakshmi Bhandar New Update

Published By
Daliya
On
Lakshmi Bhandar New Update

Lakshmi Bhandar New Update: নববর্ষের আগেই লক্ষীর ভান্ডারে নতুন উদ্যোগ নবান্নের! লক্ষীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) অন্যতম জনপ্রিয় উদ্যোগ মহিলাদের আর্থিক স্বাবলম্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আর এই লক্ষীর ভান্ডার নিয়ে এবার নতুন উদ্যোগ নিল নবান্ন। কি সেই নতুন উদ্যোগ জেনে নিন বিস্তারিত?

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

২০২১ সালের বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত এই লক্ষীর ভান্ডার প্রকল্পটি চালু করেছিলেন। সেই সময় থেকে তিন বছরের মধ্যে এই লক্ষীর ভান্ডার প্রকল্পে অসংখ্য মহিলা জনপ্রিয়তা লাভ করেছেন। এবার নবান্ন থেকে লক্ষীর ভানার প্রকল্প (Lakshmi Bhandar New Update) নিয়ে বিরাট পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

লক্ষীর ভান্ডারের আওতায় মহিলাদের সুবিধা

পশ্চিমবঙ্গের (West Bengal) যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে মহিলাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষীর ভাণ্ডার প্রকল্প (Lakshmi Bhandar shceme)। এর আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসিক আর্থিক অনুদান প্রদান করা হয়। সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা এছাড়াও তপশিলি জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের বারোশো টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়। এক্ষেত্রে অবশ্য মহিলার বয়স যখনই ৬০ বছর পেরিয়ে যায়। ওই মহিলা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার (old age pension) আওতায় চলে আসেন এবং পরে তারা মাসিক এক হাজার টাকা করে পেতে থাকেন।

আরো পড়ুন: টোটোর লাইসেন্স এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, কড়া পদক্ষেপ পরিবহন দপ্তরের, না জানলে মহাবিপদ!

বার্ধক্য ভাতায় আয়ের উর্ধ্বসিমার নিয়মে বড় পরিবর্তন (old age pension)

এর আগে দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হলে উপভোক্তার মাসিক আয় এক হাজার টাকার নিচে হতে হবে এমন শর্ত ছিল। এছাড়াও বর্তমানে বার্ধক্য ভাতার সুবিধা পেতে হলে উপভোক্তার মাসিক আয় এক হাজার টাকার নিচে হতে হয়। তবে নবান্ন (Nabanna) সূত্রে জানা গেছে, এবার থেকে লক্ষীর ভান্ডারে (Lakshmi Bhandar New Update) থাকা সুবিধাভোগীদের ৬০ বছর পেরোলেই বার্ধক্য ভাতায় (old age pension) পৌঁছবেন। তবে এক্ষেত্রে বার্ধক্য ভাতায় আয়ের উর্ধ্বসীমা তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে মাসিক আয় এক হাজার টাকার নিচে হতে হবে এর নিয়ম আর থাকছে না। এই নতুন উদ্যোগের ফলে আরো বেশি সংখ্যক মহিলা সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।।

প্রক্রিয়াধীন সিদ্ধান্ত

নবান্নের (Nabanna) এই পরিবর্তনের জন্য একটি খসড়া, ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। খুশির খবর হল অনুমোদন পেলে সংশ্লিষ্ট দপ্তর থেকে আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে মহিলাদের আর্থিক সুরক্ষা আরো একধাপ এগিয়ে যাবে।

চলতি বছরের তৃণমূল সরকার লক্ষীর ভান্ডার আওতায় প্রদেয় আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে। এতে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসিক সহায়তা ৫০০ টাকা থেকে বেড়ে হাজার টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য এক হাজার টাকা থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে।

আরো পড়ুন: বাংলার বাড়ি প্রকল্প ১৩ লক্ষ ভূমিহীনদের জমিসহ বাড়ি শীঘ্রই 

মহিলাদের আর্থিক সুরক্ষা এবং সাবলম্বীতা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার নির্লস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং লক্ষীর ভান্ডারের এই নয়া উদ্যোগ তার এই স্বচ্ছ উদাহরণ।

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

আমি ডালিয়া, বিগত ৫ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমি সরকারি বিভিন্ন প্রকল্প ও সরকারি সব ধরণের তথ্য প্রদানের জন্য লেখা লেখি পছন্দ করি।

সম্পর্কিত খবর

Leave a Comment