খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ 2024 দেখেনিন বিস্তারিত : FCI Recruitment 2024-25

Published By
Daliya
On
FCI Recruitment

FCI recruitment 2025 : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর বছরের শুরুতেই 33566 টি vacancy আসবে FCI এর তরফ থেকে। Food corporation of India এই রিক্রুটমেন্ট দেবে জানুয়ারি প্রথম থেকেই।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

চলুন দেখে নিন FCI Recruitment এর আবেদন করতে বয়স কত লাগবে? যোগ্যতা কি? কিভাবে আবেদন করতে হবে? চাকরি পেতে কি কি প্রক্রিয়া রাখা হয়েছে বিস্তারিত-

FCI কি?

ভারতীয় খাদ্য নিগম (Food Corporation of India – FCI) হল ভারতের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এটি মূলত দেশের বিভিন্ন প্রান্তে খাদ্যশস্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিতরণের দায়িত্ব পালন করে। বলে রাখা ভালো কেন্দ্র সরকার কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় খাদ্য শস্য সংগ্রহ করে এই Food Corporation of India স্টোরে জমা করে এবং রাজ্যের প্রয়োজন অনুসা বিলি করে প্রত্যেক রাজ্যে। পরে সেই রাজ্যের রেশন দোকানে বন্টন হয় গরিব দুস্থ মানুষের কাছে। মজার বিষয় হলো এই FCI তে নিয়োগ প্রক্রিয়া দিয়েছে সরকার।

FCI Recruitment 2024 Age Limit বয়স কত লাগবে ?

FCI নিয়োগ ২০২৪
বয়স সীমা

👉 সর্বনিম্ন বয়স: ১৮ বছর
👉 সর্বোচ্চ বয়স: ২৭ বছর
⚠️ বয়সের ছাড়পত্র:
PwD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় (বিভিন্ন ক্যাটাগরির জন্য অতিরিক্ত ছাড় প্রযোজ্য)।
SC/ST প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড়।
OBC প্রার্থীদের জন্য ৩ বছরের ছাড়।

FCI Recruitment 2024 Eligiblity

FCI নিয়োগ ২০২৪
যোগ্যতা

👉 শিক্ষাগত যোগ্যতা:

  • প্রার্থীকে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/স্নাতক ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।
  • পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা আলাদা হতে পারে। কোন পদে কত যোগ্যতা লাগবে তা আরো বিস্তারিত নিচে –
FCI Recruitment পদের ভিত্তিতে বয়স সীমা
FCI Recruitment পদের ভিত্তিতে বয়স সীমা

FCI Recruitment পদের ভিত্তিতে বয়স সীমা:

1. জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer – JE)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৮ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

2. সহকারী গ্রেড (Assistant Grade – AG)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৭ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

3. স্টেনোগ্রাফার (Stenographer)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৫ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

4. ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৮ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

5. টাইপিস্ট (Typist)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৫ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

6. ওয়াচম্যান (Watchman)

  • বয়স সীমা:
    • সর্বনিম্ন: ১৮ বছর
    • সর্বোচ্চ: ২৫ বছর
  • বয়সের ছাড়:
    • SC/ST: ৫ বছর
    • OBC: ৩ বছর
    • PwD: ১০ বছর
    • Ex-Servicemen: সরকারি নিয়ম অনুযায়ী।

FCI Recruitment – পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification Details)

নিচে Food Corporation of India (FCI)-এর বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

FCI Recruitment 2024 Eligiblity
FCI Recruitment 2024 Eligiblity

1. জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer – JE)

  • শিক্ষাগত যোগ্যতা:
    • সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (BE/B.Tech)
    • অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (Civil/Electrical/Mechanical) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা।
  • পদের ধরন অনুযায়ী প্রয়োজনীয় শাখা:
    • সিভিল ইঞ্জিনিয়ারিং
    • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
    • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

2. সহকারী গ্রেড (Assistant Grade – AG)

👉 AG-III (General):

  • শিক্ষাগত যোগ্যতা:
    • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
    • কম্পিউটার দক্ষতা: MS Word, Excel, PowerPoint ইত্যাদিতে কাজ করার জ্ঞান থাকতে হবে।

👉 AG-III (Accounts):

  • শিক্ষাগত যোগ্যতা:
    • বাণিজ্য (Commerce) বিষয়ে স্নাতক।
    • কম্পিউটার দক্ষতা: প্রয়োজনীয়।

👉 AG-III (Technical):

  • শিক্ষাগত যোগ্যতা:
    • যেকোনো বিজ্ঞান শাখায় স্নাতক (Agriculture/Bio-Technology/Botany/Zoology/Chemistry/Physics)।
    • অথবা, B.Tech/BE ডিগ্রি Food Science/Technology/Engineering-এ।
    • কম্পিউটার দক্ষতা: প্রয়োজনীয়।

👉 AG-III (Depot):

  • শিক্ষাগত যোগ্যতা:
    • যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
    • কম্পিউটার দক্ষতা: MS Office এবং অন্যান্য সফটওয়্যারে কাজের জ্ঞান।

3. স্টেনোগ্রাফার (Stenographer – Grade-II)

  • শিক্ষাগত যোগ্যতা:
    • উচ্চমাধ্যমিক (12th Standard) পাশ।
    • স্টেনোগ্রাফি দক্ষতা:
      • ইংরেজি: প্রতি মিনিটে ৮০ শব্দ।
      • টাইপিং স্পিড: প্রতি মিনিটে ৪০ শব্দ।
    • সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

4. ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee – MT)

  • শিক্ষাগত যোগ্যতা:
    • MBA/PGDM (Post Graduate Diploma in Management) অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
    • Food Science, Technology, Management, অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার।

5. টাইপিস্ট (Typist)

  • শিক্ষাগত যোগ্যতা:
    • উচ্চমাধ্যমিক (12th Standard) পাশ।
    • টাইপিং দক্ষতা:
      • ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ।
    • সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

6. ওয়াচম্যান (Watchman)

  • শিক্ষাগত যোগ্যতা:
    • অষ্টম শ্রেণি (8th Standard) পাশ।
    • কিছু ক্ষেত্রে মাধ্যমিক (10th Standard) উত্তীর্ণ প্রয়োজন হতে পারে।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  1. প্রার্থীদের আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দাখিল করতে হবে।
  2. পদের প্রয়োজন অনুযায়ী কম্পিউটার দক্ষতা এবং স্টেনোগ্রাফি দক্ষতা যাচাই করা হবে।
  3. আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন।

Fci recruitment 2024 salary per month

FCI Recruitment – পদের ভিত্তিতে বেতন (Salary Details)

নিচে Food Corporation of India (FCI)-এর বিভিন্ন পদের জন্য বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ দেওয়া হলো:

1. জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer – JE)

  • বেতনক্রম: ₹৩০,০০০ – ₹১,২০,০০০/-
  • প্রারম্ভিক বেতন: ₹৩০,০০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • মহার্ঘ ভাতা (DA)
    • হাউস রেন্ট এলাউন্স (HRA)
    • পরিবহন ভাতা (TA)

2. সহকারী গ্রেড (Assistant Grade – AG)

👉 AG-III (General/Accounts/Technical/Depot):

  • বেতনক্রম: ₹২৫,০০০ – ₹১,০৫,০০০/-
  • প্রারম্ভিক বেতন: ₹২৫,০০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • DA, HRA, TA সহ অন্যান্য সরকারি সুবিধা।

3. স্টেনোগ্রাফার (Stenographer – Grade-II)

  • বেতনক্রম: ₹৩০,০০০ – ₹১,১০,০০০/-
  • প্রারম্ভিক বেতন: ₹৩০,০০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • DA, HRA, এবং অন্যান্য সুবিধা।

4. ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee – MT)

  • প্রশিক্ষণকালীন বেতন: ₹৪০,০০০/- প্রতি মাসে।
  • প্রশিক্ষণ শেষে বেতনক্রম: ₹৫০,০০০ – ₹১,৬০,০০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা।

5. টাইপিস্ট (Typist)

  • বেতনক্রম: ₹২০,০০০ – ₹৮০,০০০/-
  • প্রারম্ভিক বেতন: ₹২০,০০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • সরকারি নিয়ম অনুযায়ী সমস্ত ভাতা।

6. ওয়াচম্যান (Watchman)

  • বেতনক্রম: ₹২৩,৩০০ – ₹৬৪,০০০/-
  • প্রারম্ভিক বেতন: ₹২৩,৩০০/-
  • অতিরিক্ত সুবিধা:
    • DA, HRA, এবং অন্যান্য সুবিধা।

অতিরিক্ত সুবিধা (Perks and Benefits):

  1. Provident Fund (PF): মাসিক বেতনের একটি নির্দিষ্ট অংশ জমা হয়।
  2. মেডিকেল সুবিধা: কর্মচারী এবং তার পরিবারের জন্য স্বাস্থ্যবিমা।
  3. পেনশন সুবিধা: দীর্ঘমেয়াদী চাকরির শেষে পেনশন সুবিধা।
  4. লিভ ভাতা (Leave Allowance): বার্ষিক ছুটি এবং উৎসব ছুটির ভাতা।
  5. বাড়ি ভাড়া ভাতা (HRA): গ্রেড এবং অবস্থান অনুযায়ী ভাড়া ভাতা।

গুরুত্বপূর্ণ তথ্য:

  • বেতন কাঠামো অফিস এবং অঞ্চলের অবস্থান অনুযায়ী পরিবর্তিত হতে পারে
  • DA এবং HRA নিয়মিতভাবে সংশোধিত হয় সরকারি নিয়ম অনুযায়ী।

📢 অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিশ্চিত করুন।

FCI Recruitment – পদের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়া (Selection Process Details)

নিচে Food Corporation of India (FCI)-এর বিভিন্ন পদের জন্য নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:


1. জুনিয়র ইঞ্জিনিয়ার (Junior Engineer – JE)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • বিষয়:
      • সাধারণ বিজ্ঞান (General Science)
      • সাধারণ অঙ্ক (Quantitative Aptitude)
      • ইংরেজি (English Language)
      • সাধারণ জ্ঞান (General Awareness)
    • মডেল: ২০০ নম্বরের পরীক্ষা (Multiple Choice Questions)।
  2. ইঞ্জিনিয়ারিং বিষয়ক পরীক্ষা (Engineering Paper):
    • ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত প্রশ্ন থাকবে (যেমন: Civil, Electrical, Mechanical)।
  3. শারীরিক পরীক্ষা (Physical Test):
    • নির্দিষ্ট শারীরিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন হবে।

2. সহকারী গ্রেড (Assistant Grade – AG)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • বিষয়:
      • সাধারণ জ্ঞান (General Awareness)
      • গণিত (Quantitative Aptitude)
      • ইংরেজি (English Language)
      • কম্পিউটার প্রভৃতি বিষয়
    • মডেল: ২০০ নম্বরের পরীক্ষা (MCQ)।
  2. কম্পিউটার দক্ষতা পরীক্ষা (Computer Skill Test):
    • MS Word, Excel, PowerPoint এ দক্ষতার পরীক্ষা।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification):
    • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই।

3. স্টেনোগ্রাফার (Stenographer – Grade-II)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • সাধারণ জ্ঞান (General Knowledge)
    • ইংরেজি (English Language)
    • সাধারণ অঙ্ক (Quantitative Aptitude)
  2. স্টেনোগ্রাফি পরীক্ষা (Stenography Test):
    • ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ শোনা এবং টাইপ করা।
  3. টাইপিং পরীক্ষা (Typing Test):
    • প্রতি মিনিটে ন্যূনতম ৪০ শব্দ টাইপ করতে হবে।
  4. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification):
    • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই।

4. ম্যানেজমেন্ট ট্রেইনি (Management Trainee – MT)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • বিষয়:
      • ইংরেজি (English Language)
      • সাধারণ জ্ঞান (General Awareness)
      • ম্যানেজমেন্ট ও ব্যবসা বিষয়ক (Management Aptitude)
      • কম্পিউটার প্রভৃতি
    • মডেল: ২০০ নম্বরের পরীক্ষা (MCQ)।
  2. ইন্টারভিউ (Interview):
    • লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification):
    • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই।

5. টাইপিস্ট (Typist)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • সাধারণ জ্ঞান (General Awareness)
    • ইংরেজি (English Language)
    • গণিত (Quantitative Aptitude)
  2. টাইপিং পরীক্ষা (Typing Test):
    • প্রতি মিনিটে ন্যূনতম ৩০ শব্দ টাইপ করতে হবে।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification):
    • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই।

6. ওয়াচম্যান (Watchman)

নির্বাচনী প্রক্রিয়া:
  1. লিখিত পরীক্ষা (Written Test):
    • সাধারণ জ্ঞান (General Awareness)
    • গণিত (Numerical Aptitude)
    • ইংরেজি (English Language)
  2. শারীরিক পরীক্ষা (Physical Endurance Test – PET):
    • পুরুষদের জন্য: ১০০০ মিটার দৌড় (৬ মিনিটে)।
    • মহিলাদের জন্য: ৮০০ মিটার দৌড় (৫ মিনিটে)।
    • ভার উত্তোলন (Weight Lifting):
      • পুরুষ: ২৫ কেজি
      • মহিলা: ২০ কেজি
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন (Document Verification):
    • নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট যাচাই।

গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  1. লিখিত পরীক্ষা সাধারণত মাল্টিপল চয়েস কোশ্চেন (MCQ) আকারে হয় এবং পরীক্ষায় সময়সীমা থাকবে।
  2. শারীরিক পরীক্ষা এবং স্টেনোগ্রাফি পরীক্ষার জন্য প্রার্থীদের যথাযথ শারীরিক সক্ষমতা ও দক্ষতা থাকতে হবে।
  3. নির্বাচনের শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া চালানো হবে, যেখানে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

📢 অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিশ্চিত করুন আপনার নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে।

আরো পড়ুন: কিছুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার টাকা বেড়েছে ফের 2000 টাকা বাড়বে ? বিরাট আপডেট সামনে

FCI Recruitment – Negative Marking (নেগেটিভ মার্কিং)

Food Corporation of India (FCI)-এর Computer Based Test (CBT) পরীক্ষায় নেগেটিভ মার্কিং রয়েছে। এটি প্রার্থীদের ভুল উত্তর দেওয়ার ক্ষেত্রে পুনরায় নম্বর কাটা হয়। নিচে নেগেটিভ মার্কিংয়ের বিস্তারিত জানানো হলো :


নেগেটিভ মার্কিং – কীভাবে কাজ করে?

  • নেগেটিভ মার্কিং হবে ভুল উত্তরের জন্য
  • ভুল উত্তর দিলে প্রতি প্রশ্নে ১/৪ নম্বর কাটা যাবে।
  • ঠিক উত্তর দেওয়ার জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।
  • যেমন:
    • যদি কোনও প্রশ্নে মোট ৪ নম্বর হয়, এবং প্রার্থী ভুল উত্তর দেন, তবে ১ নম্বর কাটা যাবে (১/৪ নম্বর কাটা হবে)।

FCI Recruitment নেগেটিভ মার্কিংয়ের উদ্দেশ্য:

নেগেটিভ মার্কিং প্রবর্তনের উদ্দেশ্য হল, প্রার্থীদের সতর্কভাবে পরীক্ষা দেওয়া, যাতে তারা অল্প ধারনায় বা অনুমান করে উত্তর না দেন।

FCI Recruitment Online Apply

শীঘ্রই দেখানো হবে।

FCI Recruitment 2025 Exam Date

এখনো প্রকাশিত হয়নি।

food corporation of india official website Click here

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

আমি ডালিয়া, বিগত ৫ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি। আমি সরকারি বিভিন্ন প্রকল্প ও সরকারি সব ধরণের তথ্য প্রদানের জন্য লেখা লেখি পছন্দ করি।

সম্পর্কিত খবর

Leave a Comment