পুরুষদের জন্য আসতে চলেছে লক্ষীর ভান্ডার প্রকল্প! কত টাকা মিলবে? Mens Lakshmi Bhandar

Published By
Satez News
On
Mens Lakshmi Bhandar

Mens Lakshmi Bhandar: পুরুষদের জন্য এবার লক্ষীর ভান্ডার প্রকল্পের মত প্রকল্প চালু হতে চলেছে! পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষীর ভান্ডার (Lakshmi Bhandar) যা আর্থিকভাবে মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেয় রাজ্য সরকার। আর এই ধাঁচে এবার পুরুষদের জন্য সুখবর!

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government) লক্ষীর ভান্ডার চালু করে ২০২১ সালে এরপর থেকে মহিলাদের এই প্রকল্পের আওতায় জাতি ভেদে এর অর্থ প্রদান করেন। সাধারণ শ্রেণীর মহিলাদের ৫০০ টাকা ও জাতীয় উপজাতি শ্রেণীর মহিলাদের ১০০০ হাজার টাকা করে প্রদান করতেন। এরপর এই অর্থ বৃদ্ধি করে এখন তারা উভয়ই বেশি টাকা করে পাচ্ছেন। সাধারণ শ্রেণীর (GN/OBC) মহিলারা এখন লক্ষ্মীর ভান্ডারের ১০০০ হাজার টাকা এবং SC (Scheduled Caste) অর্থাৎ তফসিলি জাতি এবং ST (Scheduled Tribe) অর্থাৎ তফসিলি জনজাতি মহিলারা এখন ১২০০ টাকা করে পান এই প্রকল্পের আওতায়।

লক্ষীর ভান্ডারের টাকা বৃদ্ধির একটি বড় খবর!

বর্তমানে লক্ষীর ভান্ডারে আওতায় সাধারণ শ্রেণীর মা-বোনদের দেওয়া হয় ১০০০ হাজার টাকা করে এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের ১২০০ টাকা করে ভাতা দেওয়া হয়। আর এই লক্ষীর ভান্ডারে (Lakshmi Bhandar) টাকার পরিমাণ আরো বাড়বে বলে আভাস মিলছে! 2026 সালের বিধানসভার ভোটের আগেই এই প্রকল্পের অর্থের পরিমাণ কিছুটা বাড়বে বলে মনে করা হচ্ছে। যেখানে সাধারণ শ্রেণীর মহিলাদের ১৫০০ টাকা করে এবং সংরক্ষিত মহিলাদের জন্য ২০০০ টাকা করে দেওয়া হবে বলে জল্পনা চলছে।

আরো পড়ুন: এগুলো মিস করলে সর্বনাশ! আর মিলবে না লক্ষীর ভান্ডারের টাকা! নয়া আপডেট! রইল বিস্তারিত..

পুরুষদের জন্য লক্ষীর ভান্ডারের মতো প্রকল্প চালুর সম্ভবনা! (Mens Lakshmi Bhandar)

সম্প্রতি আরো একটি খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক স্বাবলম্বী করার জন্য যেমন লক্ষী ভান্ডার চালু করেছে রাজ্য সরকার। ঠিক তেমনি পুরুষদের (Mens Lakshmi Bhandar) আর্থিক সহায়তা করার জন্যও একটি নতুন প্রকল্প চালু করার চিন্তাভাবনা শুরু করছে!

এ রাজ্যের পুরুষরাও আর্থিক সাহায্যের জন্য এরকম কোনো না কোনো প্রকল্প চালু করার দাবি করে আসছিল রাজ্য সরকারের কাছে। সেই সময় তাদের কথা শোনা না হলেও আগামী বিধানসভা নির্বাচনের আগে তাদের এই দাবি পূর্ণ হওয়ার অনেকটাই আশঙ্কা রয়েছে। যদিও সরকারিভাবে এরকম কোন ঘোষণা করা হয়নি তবে অন্দরমহলে এরকম জল্পনা চলছে!
যদি চালু হয় তাহলে কত টাকা মিলে সেটাই দেখার?

আরো পড়ুন: আজ থেকেই “বাংলা আবাস যোজনার” টাকা ঢুকবে, কে কত পাবেন?

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

Leave a Comment