বাংলার বাড়ি প্রকল্প: প্রথম কিস্তির সময়সীমা বেঁধে দিলেন, টাকা না ঢুকলে এই কাজ করুন

Published By
Satez News
On
বাংলার বাড়ি প্রকল্প

বাংলার বাড়ি প্রকল্পের (Banglar Bari Scheme) প্রথম কিস্তির টাকা বিতরণের ডেট লাইন হতে মাত্র ৪ দিন । এর মধ্যেই টাকা বিলি শেষ হবে, কিন্তু যদি একাউন্টে টাকা না ঢুকে তাহলে কি করবেন? দেখুন বিস্তারিত।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একটি গুরুত্বপূর্ণ আবাসন উদ্যোগ যা রাজ্যের গ্রামীণ অঞ্চলের দরিদ্রদের স্থায়ী বাড়ি নির্মাণে সহায়তা করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ১৭ই ডিসেম্বর থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান শুরু করছে, যা এই প্রকল্পের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বাংলার বাড়ির প্রথম কিস্তির বিতরণ সময়সীমা এবং বর্তমান অবস্থা

পশ্চিমবঙ্গ সরকার ২৬ শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিতরণের জন্য (bangla awas yojana first installment date) ডেট লাইন বেধে দিয়েছিল, পরে এই সময় একটু বৃদ্ধি করে ৩১ সে ডিসেম্বর ২০২৪ করে পঞ্চায়েত দপ্তর । তারপরও যদি কোন উপভোক্তা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিস্তির টাকা না পায় তাহলে তাকে কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে।

এখনো পর্যন্ত 8 লাখ 22000 এর বেশি উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়েছে । লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৩১ শে ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ১২ লক্ষ উপভোক্তার কাছে এই অর্থ পৌঁছে যাবে।

সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের গতি ত্বরান্বিত করা এবং উপভোক্তাদের সময় মত বাড়ি নির্মাণ শুরু করতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বাংলার বাড়ি প্রকল্প
বাংলার বাড়ি প্রকল্প: প্রথম কিস্তির সময়সীমা বেঁধে দিলেন, টাকা না ঢুকলে এই কাজ করুন

প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া

বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির বিতরণের পর। উপভোক্তাদের বাড়ি নির্মাণ শুরু করতে বলা হয়। এই প্রক্রিয়ার জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা অনুসরণ করা হয়। পঞ্চায়েত দপ্তর থেকে জেলা ও ব্লক স্তরের নির্দেশ পাঠানো হয়েছে স্থানীয় আধিকারিকদের প্রকল্প পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে। যাতে করে বাড়ি নির্মাণ শুরু করে উপভোক্তা এবং এর জন্য উৎসাহ প্রদান করতেও নির্দেশ দেয়া হয়েছে।

অর্থ প্রদানের ধাপ

বাংলার বাড়ির প্রথম কিস্তি পাওয়ার পর উপভোক্তা নির্মাণ কাজ শুরু করবেন এবং ঘরের কাজ সম্পন্ন হওয়ার পর পরবর্তী অর্থাৎ বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি প্রদান করা হবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal Government) বাংলার বাড়ির প্রকল্পে এবার “একলা চলো” নীতি অনুসরণ করছে, কেন্দ্রীয় সরকারের অর্থ ছাড়ের (PM AWAS YOJANA) অভাবে রাজ্যের নিজস্ব কোষাগার থেকে এই অর্থ প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র টাকা না দিলে রাজ্য নিজস্ব তহবিল থেকে আবাস যোজনা টাকা দেবে। আর এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হচ্ছে ডিসেম্বর থেকেই।

আরো পড়ুন: আবাস যোজনার প্রথম কিস্তি সঠিকভাবে খরচের নির্দেশনা, নাহলে দ্বিতীয় কিস্তি বন্ধ!

বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট : Bangla Awas Yojana List check

অনেক উপভোক্তা রয়েছেন যাদের এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা ঢোকেনি, অনেকেই বুঝতে পারছেন না তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা? এর জন্য বাংলার বাড়ির লিস্ট (bangla awas yojana list check) চেক করলেই বুঝতে পারবেন যোগ্য তালিকায় নাম আছে কিনা। এছাড়াও যারা যোগ্য হচ্ছেন তাদের প্রত্যেককেই একটি করে মেসেজ দেয়া হচ্ছে।

মোবাইল নাম্বারে শুভেচ্ছা মেসেজ (Banglar bari sms) আসলে বুঝে নিবেন কয়েকদিনের মধ্যেই ঘরের টাকা পাবেন। এছাড়াও অনেকেই মেসেজ আসার আগেই টাকা পায় এবং পরবর্তী সময়ে সেই শুভেচ্ছা বার্তা পায়।

“বাংলার বাড়ি” তথা “আবাস যোজনার” টাকা না ঢুকলে কি করবেন?

অনেকেই প্রথম কিস্তি পাওয়ার পর নির্মার কাজ শুরু করেছেন, আবার অনেকেই এখনো পর্যন্ত একাউন্টে টাকায় পায়নি, তাদের উদ্দেশ্যে করা ঘোষণা করেছেন ব্লক স্তর গুলিতে।

"বাংলার বাড়ি" তথা "আবাস যোজনার" টাকা না ঢুকলে কি করবেন?
“বাংলার বাড়ি” তথা “আবাস যোজনার” টাকা না ঢুকলে কি করবেন?

কোনো উপভোক্তার ব্যাংক একাউন্টে বাংলার বাড়ির প্রকল্পের টাকা না ঢুকলে, তাকে অবশ্যই নিজস্ব বিডিও অফিসে গিয়ে জানাতে হবে টাকা কেন ঢুকলো না? সেইমত বিডিও (BDO) সেই উপভোক্তার সমস্ত নথি যাচাই করে দেখবেন কেন ঢুকছে না? তারপর সমস্তটাই ঠিকঠাক থাকলে, বিডিও ওই উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা প্রদান করবেন।

বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি কবে ঢুকবে?

“বাংলার বাড়ির” তথা “আবাস যোজনার” (Bangla awas yojana) প্রথম কিস্তি পাওয়ার পর নির্মাণ কাজ শুরু করতে হবে, সেই টাকা দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন হলে পরে, পরবর্তীতে দ্বিতীয় কিস্তির (bangla awas yojana second installment) টাকা প্রদান করবেন রাজ্য সরকার।

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

Leave a Comment