Bangla Shasya Bima status check: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন এখুনি

Published By
Satez News
On
Bangla shasya bima status check

Bangla shasya bima status check: চাষির চোখে নতুন আলো জ্বলে,শস্য বীমার সুরক্ষা বলে। বাংলার সরকার, কৃষকের প্রণাম, দুঃখের দিনে দেয় বাঁচার অবলম্বন। সেই যেন ঠিক ! বাংলা শস্য বীমায় ক্ষতিপূরণের সমস্ত খরচ রাজ্যের। এবার যোগ্য কৃষকদের টাকা দিতে ঘোষণা মমতার।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ কৃষি ক্ষেত্রে ভারতের মধ্যে পঞ্চম নম্বরে অবস্থান । যেখানে ধান, আলু, গম, সর্ষে থেকে শুরু করে বিভিন্ন ফসলের উৎপাদন। এই সমস্ত ফসলগুলোর প্রাকৃতিক দুর্যোগের কারণে কোন প্রকার ক্ষতির সম্মুখীন হলে রাজ্য সরকার উদ্যোগে সেই সমস্ত ফসলের ক্ষতিপূরণ টাকা প্রদান করেন রাজ্য সরকার। এই টাকা প্রদান করা হয় বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় যে সমস্ত কৃষকরা আবেদন করেন কৃষকদের আবেদন মঞ্জুর হলে ওই এলাকার প্রাকৃতিক দুর্যোগ হয়েছে কিনা। সেটি সমীক্ষা বা স্যাটেলাইট মাধ্যম দিয়ে দেখিয়ে তারপর চিহ্নিত করা হয় ওই এলাকাকে। তারপর ওই এলাকার কৃষকদের টাকা প্রদান করা হয়। জমির পরিমাণ এর উপর ভিত্তি করে সমস্ত যোগ্য কৃষক টাকা পেয়ে থাকেন।

বাংলা শস্য বীমা প্রকল্প কি ?

বাংলা শস্য বীমা এমন একটি প্রকল্প যা রাজ্য সরকার উদ্যোগে এই প্রকল্পের শুরুবাদ হয় যা বাংলার কৃষকদের যেকোনো প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় হলে বা অন্যান্য অপ্রত্যাশিত ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকরা নির্ধারিত ফসলের উপর ফসলের বীমা করিয়ে রাখলে। তা এই প্রকল্পের মাধ্যমে সেই সমস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণের সুযোগ পান এবং তা যাতে পুনরায় ফসল উৎপাদন করার মতো সক্ষমতা পান এর জন্যই এই প্রকল্প শুরু করেছেন রাজ্য সরকার।

Bangla Awas Yojana Beneficiary List 2024 | আবাস যোজনা ঘরের টাকা কবে দেবে | জানেন ?

সরকার কৃষকদের ফসল বীমা করে কেন?

বাংলার কৃষকরা সবথেকে বেশি প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা হয় অনেক সময় দেখা যায় ধান কাটতে গিয়ে বা ধান আনতে গিয়ে ঠিক আনার আগ মুহূর্তে প্রাকৃতিক এমন দুর্যোগের মোকাবিলায় পড়েন। প্রায় হয়ে যাওয়া ধান পর্যন্ত তারা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারেন না, যেমন বৃষ্টি খরা বন্যা ইত্যাদি এই সমস্ত দুর্যোগের মোকাবিলায় যাতে কৃষকরা ভবিষ্যৎ কৃষি উৎপাদনের আর্থিক সক্ষমতা পান এবং জীবন যাত্রার মান বজায় রাখতে পান এর জন্যই এই প্রকল্প শুরু করেন।

শস্য বীমার টাকা কবে ঢুকবে 2024

সম্প্রতি কিছুদিন আগেই “দানা” কারণে দক্ষিণবঙ্গের প্রায় অনেক জেলায় বন্যা ভরাডুবির মাঝে অনেক শস্য ক্ষেত নষ্ট হয়েছে। তার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ফসল বীমা সময়সীমা বৃদ্ধি করা হয় ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত । ইতিমধ্যেই সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এরপর সমীক্ষা করতে ফিল্ডে ভিজিট করে দেখতেও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, যাতে কোন যোগ্য কৃষক সেই বাংলা শস্য বীমার ফসলের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত না হন, সেই দিকটা দেখতে বলেছিলেন।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বন্যা এবং দানার মত নানা প্রাকৃতিক বিপর্যয় এতে প্রায় ৬৫ লক্ষ কৃষক নাম লিখেছেন বাংলা শস্য বীমায়। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণের টাকাটা প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বা বর্গাদার যেই থাকুক ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে।

Bangla shasya bima status check:

কোন কোন জেলায় শস্য বীমার ক্ষতিপূরণ দিচ্ছে?

সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় সব জেলাতেই বাংলা শস্যবিমায় ক্ষতিপূরণ টাকা বিতরণ করা হয়। তবে শুধুমাত্র যে সমস্ত এলাকা যেখানে প্রকৃতপক্ষে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হয়েছে সেখানকার কৃষকরায এই ক্ষতিপূরণ পায়। তবে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক কৃষকের ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকরাও এর আওতায় হবেন অর্থাৎ যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের টাকা দিতে প্রস্তুতি শুরু করছে সরকার।

ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণের আবেদন করেছিলেন বাংলা শস্য বীমায় সমস্ত কৃষকদের স্ট্যাটাসে পরিবর্তন আসা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে প্রত্যেক যোগ্য কৃষকদের ক্ষতিপূরণের টাকা ডিসেম্বরের মধ্যেই তাদের ব্যাঙ্ক একাউন্টে দেওয়ার ঘোষণা করা হয়েছে। কোনো কৃষক ফসলের ক্ষতিপূরণ পাবে কিনা? তা দেখার জন্য অবশ্যই তাকে নিজের স্ট্যাটাস চেক করতে হবে।

কিভাবে জানবেন ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা?

Crop Insurance: ফসলের ক্ষতিপূরণ পেতে যে সমস্ত কৃষকরা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছে তাদের প্রত্যেককেই বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস চেক করতে হবে। এর জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুন।

  • গুগলে সার্চ করুন বাংলা শস্য বীমা বা ক্লিক করুন Click here
  • এরপর বাংলা শস্য বীমা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • এরপর নিচের দিকে প্রথমেই ফার্মার কর্নার বলে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করুন।
  • এরপর ভোটার আইডি কার্ড প্রবেশ করান তারপর সিজন সিলেক্ট করুন। খরিফ, রবি বিশেষ করে খরিফ সিজন সিলেক্ট করুন এরপর সিলেক্ট সিজনে এসে ২০২৪ সিলেট করুন।
  • এরপর চেক অপশন এ ক্লিক করুন।
Bangla Shasya Bima status check: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন এখুনি bangla shasya bima form 2024-25 pdf download
  • এরপর ডাউনলোড সার্টিফিকেট (bangla shasya bima form 2024-25 pdf download) এই অপশনে ক্লিক করুন এরপর একটি ডাউনলোড পিডিএফ চলে আসবে।
  • পিডিএফ এর নিচে একটা লিংক দেওয়া রয়েছে যা ইমেজে দেখতে পাচ্ছেন। সেই লিংকের উপর ক্লিক করুন।
Bangla Shasya Bima status check: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন এখুনি bangla shasya bima form 2024-25 pdf download
  • এর পরেই বাজাজ (general.bajajallianz.com) এলিয়েন্সের ওয়েবসাইট থেকে দেখতে হবে আপনার স্ট্যাটাস কি রয়েছে।
  • এখানে তিনটি অপশন থাকবে ফার্মার আই ডি (Farmer Id) বেছে নিন।
  • ফার্মার আইডির জায়গায় ভোটার নাম্বার দিন।
Bangla Shasya Bima status check: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন এখুনি bangla shasya bima form 2024-25 pdf download
  • এরপর অ্যান্সার (Answer this simple question) অপশনে যা ক্যাপচার থাকবে সেই অনুসারে বসান।
  • এরপর সার্চ অপশনে ক্লিক করুন।

এরপর স্ট্যাটাসে যেসব দেখাবে?

স্ট্যাটাস ওপেন হলে ডান দিকে স্ট্যাটাসের ঘরে দেখাবে
Claim Details: যদি এই ঘরে কোন নির্দিষ্ট অংকের টাকা দেখায় তাহলে সেই টাকা ওই কৃষকের একাউন্টে জমা পড়বে।

Claim Under Process: যদি ক্লাইম আন্ডার প্রসেস দেখায় তাহলে বুঝতে হবে ক্ষতিপূরণের যে টাকা সেই টাকা বর্তমান প্রক্রিয়া দিনে রয়েছে। কয়েকদিনের মধ্যেই সেই টাকা জমা পড়বে।

Bangla Shasya Bima status check: ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন এখুনি bangla shasya bima form 2024-25 pdf download

Claim Not Reported Yet : এই মেসেজ show হলে বুঝতে হবে আবেদন গ্রহণ করা এখনো পর্যন্ত হয়নি। অথবা আপনি ক্ষতিপূরণের যোগ্য এখনো পর্যন্ত নন।

(BSB) বাংলা শস্য বীমা স্টেটাস চেক Click here

বাজাজ এলায়েন্স থেকে শস্য বীমার স্টেটাস চেক Click here

আরো খবর পেতে ফলো করুন বা জয়েন করুন Whatsapp or Telegram চ্যানেল।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
About Author

সতেজ নিউজ অ্যাডমিন, পড়াশোনার পাশাপাশি খবর লিখতে পছন্দ করে। বিগত ২ বছর সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে। চাকরির খবর থেকে শুরু করে-রাজ্য রাজনীতি সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

Leave a Comment